নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর ১ লা জানুয়ারী বহু মানুষ ভিড় জমান আমতার সতীপীঠ মেলাইচন্ডী মন্দিরে।যোগদান করেন কল্পতরু উৎসব।এবার সেই উৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল।আজ সকালে আমতার বুকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা ঘটল তিনদিনব্যাপী এই উৎসবে। পদযাত্রায় ট্যাবেলো ছাড়াও কচিকাঁচারা বিভিন্ন ধর্মের মানুষের বেশে শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য সম্প্রীতি ও সংহতির শুভ বার্তা পৌঁছে দেয় মানুষের কাছে।কল্পতরু উৎসবে মেলাইবাড়ী চত্বরে ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উদ্যোক্তারা জানান,সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য ও স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।