Skip to main content

Posts

Showing posts from December, 2019

সুবর্ণজয়ন্তী বর্ষে আমতা মেলাইবাড়ীর কল্পতরু উৎসব,সূচনা ঘটল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর ১ লা জানুয়ারী বহু মানুষ ভিড় জমান আমতার সতীপীঠ মেলাইচন্ডী মন্দিরে।যোগদান করেন কল্পতরু উৎসব।এবার সেই উৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল।আজ সকালে আমতার বুকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা ঘটল তিনদিনব্যাপী এই উৎসবে। পদযাত্রায় ট্যাবেলো ছাড়াও কচিকাঁচারা বিভিন্ন ধর্মের মানুষের বেশে শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য সম্প্রীতি ও সংহতির শুভ বার্তা পৌঁছে দেয় মানুষের কাছে।কল্পতরু উৎসবে মেলাইবাড়ী চত্বরে ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উদ্যোক্তারা জানান,সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য ও স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

আমতায় শতাব্দীপ্রাচীন ক্লাবের উদ্যোগে ক্যারাটের পাঠ,নেওয়া হল বিশেষ পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: একদিকে এই ফেসবুক,হোয়াটসঅ্যাপের যুগে শারীরিক কসরৎ ও অন্যদিকে আত্মরক্ষার পাঠ হিসাবে ক্যারাটে বর্তমান সময়ে বড়ো প্রাসঙ্গিক হয়ে উঠেছে।সসরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে বিভিন্ন জায়গায় ক্যারাটের পাঠ দেওয়ার কাজ চলছে বিভিন্ন জায়গায়।তেমনই আমতার শতাব্দী প্রাচীন সংগঠন আমতা বাণী সংঘের উদ্যোগে বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে চলছে ক্যারাটে প্রশিক্ষণ শিবির।প্রশিক্ষক হিসাবে রয়েছেন কালীপদ রায়(ব্ল্যাকবেল্ট-২ ডান)।শিবিরের অন্যতম উদ্যোক্তা শিক্ষক সুমন্ত সাউ জানান,দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলনের পর শিক্ষার্থীরা কতটা প্রস্তুত তা দেখার জন্য গত রবিবার আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে এই প্রশিক্ষণ শিবিরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল ক্যারাটের পরীক্ষা।এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৮০ জন শিক্ষার্থী।যাদের মধ্যে অধিকাংশই শিশু-কিশোর।

সবুজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমতার গ্রামে গড়ে উঠেছে ট্রি-ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি: এব্যাঙ্কে সুদ মেলেনা ঠিকই,তবে সুদের থেকেও মেলে বেশিকিছু যার ফলাফল সুদূরপ্রসারী।বৃক্ষরোপণ,বৃক্ষপ্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাঝেই চারাগাছকে মহীরুহে পরিণত করার লক্ষ্যে আস্ত একটি 'ট্রি-ব্যাঙ্ক' গড়ে তুলেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের ফতেপুর জনসেবা সমিতি নামক এক পরিবেশপ্রেমী সংগঠন।বহু মানুষের বাড়ি সংলগ্ন স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন গাছের চারা জন্মায়।লোকবল হোক কিমবা স্থান সংকুলানের কারণেই হোক তা বাঁচানো ববহুক্ষেত্রে সম্ভব হয়না।ফতেপুর গ্রামের এই সংগঠনের সদস্যরা সেই সমস্ত চারাগাছ বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ করে 'ট্রি-ব্যাঙ্ক'-এ নিয়ে আসেন ও তা যত্ন সহকারে বড়ো করে তোলেন।পাশাপাশি,ট্রি-ব্যাঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে গাছ নিয়ে গিয়ে আশপাশের বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ নিজেদের বাড়িতে রোপণ করেন বলে জানান সংস্থার সম্পাদক হেমন্ত দাস।শুধু তাই নয়,গাছ দেওয়ার পর সংগঠনের সদস্যরা নিয়ম করে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে বসানো গাছ ও তার বৃদ্ধি পরিদর্শন করেন।এছাড়াও,কোনো ব্যক্তি তাঁর অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করতে চাইলে এই সংগঠনের  প্রতিনিধিরা গিয়ে গাছ বসিয়ে আসেন...

অসহায়,শীতার্ত মানুষের সাথে বড়োদিনের উপহার ভাগ করে নিল মহিষামুড়ির অনামিকা ক্লাব

নিজস্ব প্রতিনিধি:'জীবেপ্রম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর' স্বামী বিবেকানন্দের এই মহান বাণীকে সাথে নিয়েই আমতা-২ ব্লকের মহিষামুড়ি গ্রামের কিছু তরুণ গড়ে তুলেছেন অনামিকা ক্লাব।কখনো আর্তের পাশে,আবার কখনী বন্যা কবলিত মানুষের ত্রাতা রূপে নিজেদের প্রতিভাত করেন অনামিকা ক্লাবের সদস্যরা।সেই ধারা অব্যাহত রেখে এবার তাঁরা এগিয়ে এলেন শীতার্ত,প্রান্তিক মানুষের পাশে। তাঁরা বড়োদিনের আনন্দকে ভাগ করে গিলেন গ্রামেরই কিছু অসহায় মানুষের হাতে।তুলে দিলেন কম্বল,চাদর সহ বিভিন্ন শীতবস্ত্র।অনুষ্ঠানের উদ্যোক্তা ক্লাবের সম্পাদক  সন্দীপ পন্ডিত জানান,মোট ৩০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

আমতার তাজপুরে শুরু হল ৩ দিনব্যাপী কৃষিমেলা

নিজস্ব প্রতিনিধি: 'মাটি আমাদের গর্ব,কৃষি আমাদের সম্পদ' এই ভাবনাকে সামনে রেখে আমতা-২ ব্লক প্রশাসনের কৃষি বিভাগের উদ্যোগে ও আমতা-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমতার তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশন প্রাঙ্গণে শুরু হল ৩ দিনব্যাপী 'মাটি,কৃষি,উদ্যানপালন,মৎস,খাদ্য,কৃষি বিপনন,সমবায় ও প্রাণী সম্পদ মেলা-২০১৯'।চলবে আগামী ২৬ শে ডিসেম্বর পর্যন্ত।প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন কৃষিজ ফসল।রয়েছে বিভিন্ন দপ্তরের স্টল। এর পাশাপাশি সান্ধ্যকালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ,আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অসহায় শীতার্তকে উষ্ণতা দানে এগিয়ে এলো আমতার স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব প্রতিনিধি: শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে গ্রামীণ হাওড়ার প্রান্তিক পড়ুয়াদের নিয়ে কাজ করে চলেছে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'।তার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও ব্রতী হয়েছে এই সংগঠন। তারই অঙ্গস্বরূপ বাগনান-২ ব্লকের বেনাপুরের একটি ইটভাটায় কর্মরত অসহায়,প্রান্তিক শ্রমিকদের পরিবারের সদস্য-সদস্যাদের হাতে কম্বল,সোয়েটার,টুপি,চাদর তুলে দিল সংগঠনের সদস্যরা।সংস্থার প্রতিষ্ঠাতা পৃথ্বীশরাজ কুন্তী জানান,মোট ৩০ টি পরিবারকে কম্বল ও ৩০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।এই প্রবল ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি নামশিলা,কুশনু,রোহনের মতো খুদেরা।

শীতের দুপুরে ফুটবল জ্বরে আক্রান্ত গ্রামীণ হাওড়ার সোনামুই গ্রাম,খেলার টানে ভিড় জমিয়েছেন মহিলারাও

নিজস্ব প্রতিনিধি: শীতের দুপুরে গায়ে চাদর,সোয়েটার জড়িয়ে মৃদু রোদকে সাথে নিয়ে ভিড় মাঠের ধারে ভিড় জমিয়েছেন কয়েক হাজার দর্শক।প্রবল ঠান্ডার মধ্যেও ফুটবল জ্বরে মেতে উঠেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের সোনামুই গ্রাম।সোনামুই ফুটবল ক্লাবের উদ্যোগে সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটবল ময়দানে শুরু হয়েছে তৃতীয় বর্ষের এস.এফ.সি কাপ।উদ্বোধনী ম্যাচে অংশ নেয় জয়নগর নেতাজী স্পোর্টিং ক্লাব ও রামনগর বীণাপানি সেবা সমিতি। প্রথমার্ধ্বে উভয় দল একটি করে গোল করলেও টানটান উত্তেজনার শেষে জয়নগর নেতাজী স্পোর্টিং ক্লাব ২-১ গোলে রামনগর বীণাপাণি সেবা সমিতিকে পরাজিত করে।ম্যাচটি পরিচালনা করেন জাতীয় রেফারি অরবিন্দ বেরা।উদ্বোধনী ম্যাচ উপলক্ষে খেলার শুরুতে মাঠে বিশেষ নৃত্য ও আতসবাজি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবকুমার কোলে,প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য,শিক্ষক অরুণ খাঁ প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষে কুণাল চ্যাটার্জী জানান,হাওড়া জেলার দল ছাড়াও জঙ্গলমহলের একাধিক দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ১২ ই জানুয়ার...

শীতের আমেজকে সাথে নিয়ে পিকনিকে চলে আসুন আমতার উদং গ্রামে

পৃথ্বীশরাজ কুন্তী: শীতকাল মানেই সুখ-দুঃখ,হাসি-কান্নাকে ভুলে ছকেবাঁধা জীবনের বাইরে বেড়িয়ে শীতের আমেজকে সঙ্গী করে পরিবার-প্রিয়জনের সাথে চড়ুইভাতিতে মেতে ওঠা।হাতে মাত্র আর কয়েকটা দিন।তারপরই আসতে চলেছে বহুল আকাঙ্ক্ষিত বড়োদিন,নববর্ষ।ভাবছেন সবান্ধবে ও সপরিবারে এবার কোথায় যাবেন পিকনিকে! তাহলে বলব কুয়াশাকে সঙ্গী করে সকাল সকাল বেড়িয়ে পড়ুন।সোজা চলে আসুন গ্রামীণ হাওড়ার উদং গ্রামে।কিছুটা সময়ের জন্য আপনার অস্থায়ী ঠিকানা হোক দামোদর তীরবর্তী উদং ফুটবল মাঠ(বড়ো মাঠ নামে অধিক পরিচিত)।জমিয়ে আনন্দ করুন। উপভোগ করুন প্রকৃতির অনন্যসুন্দর সৌন্দর্যকে।ঘুরে দেখুন আশপাশের ফুলকপি,সরিষা সহ বিভিন্ন ফসলের ক্ষেত;তবে হ্যাঁ সেল্ফির হিড়িকে দয়া করে চাষী ভাইয়ের পরিশ্রমকে নষ্ট করবেন না।বেলার টিফিন সেরেই হাঁটাপথে গন্তব্য হোক কাছেই থাকা হাওড়া জেলার অন্যতম পর্যটনক্ষেত্র উদং কালীমাতা আশ্রম।নিশ্চিতভাবে আশ্রমের শান্ত,নীরব প্রাঞ্জল পরিবেশ আপনার মনকে প্রশান্তি দেবে যে তা আর বলার অপেক্ষা রাখেনা। খেয়া পার করে ঘুরে দেখতে পারেন আমতা-২ ব্লকের তাজপুর।তারপর ফিরে এসে মাঠে ফুটবল কিমবা ব্যাটবল হাতে নেমে যান...

মরণোত্তর চক্ষু ও দেহদান সচেতনতায় পদযাত্রা,পা মিলিয়েছেন বহু মানুষ

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই গ্রামীণ হাওড়ার বুকে আমতা-২ ব্লকের অমরাগড়ী যুব সংঘ মরণোত্তর চক্ষু ও দেহদান সম্পর্কে সচেতনতা শিবির ও সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।সেই আন্দোলনকে আরও সুদৃঢ় করতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী পদযাত্রা।উদ্যোক্তারা জানান,এবছর তাঁদের পদযাত্রা ১৩ তম বর্ষে পদার্পণ করল। আমতা,রাণীহাটি,আন্দুল,হাওড়া হয়ে আগামীকাল কোলকাতায় নেতাজীর বাসভবনে পৌঁছবে এই পদযাত্রা।পদযাত্রা থেকে পথচলতি মানুষের কাছে চক্ষু ও দেহদানের গুরুত্ব তুলে ধরেন।এর পাশাপাশি মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির শুভবার্তা পৌঁছে দেওয়া হয় মিছিল থেকে।মরণোত্তর দেহদান আন্দোলনেরসাথে দীর্ঘদিন যুক্ত থাকা শিক্ষক পার্থ প্রতিম পাড়ুই এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,চিকিৎসাবিজ্ঞানের উন্নতির স্বার্থে এই আন্দোলনকে সমাজের সর্বস্তরে প্রসারিত কর‍তে হবে।পদযাত্রায় সামিল হয়েছেন বহু মানুষ।

আমতার মেলায় প্রদর্শিত হল ৫০০ গ্রাম সাইজের প্রকান্ড পেঁয়াজ!

নিজস্ব সংবাদ: পেঁয়াজের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে গৃহস্থের হেঁসেলে যখন উঠতে বসেছে পেঁয়াজের ব্যবহার,দেশজুড়ে মিডিয়া যখন উত্তাল;ঠিক তখনই গ্রামীণ হাওড়ার এক মেলার প্রদর্শনীতে ৫০০ গ্রাম সাইজের একটি প্রকান্ড পেঁয়াজ প্রদর্শিত হল।আমতা-১ ব্লকের উদং গ্রামের শীতলাতলা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বসেছে প্রগতি মেলার আসর।মেলার প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন কৃষিজ ফসল।তারই মধ্যে রয়েছে ৫০০ গ্রাম সাইজের এই পেঁয়াজ।মূলত,উদং-তাজপুর-গাজীপুর সহ বেশ কয়েকটি গ্রামের কৃষক ভাইয়েরা তাঁদের ফলানো বিভিন্ন ফসল জমা দেন এই মেলার প্রদর্শনীতে।মেলা কমিটি সূত্রে জানা গেছে,উদং গ্রামের বাসিন্দা অনন্ত খাঁ এই পেঁয়াজ জমা দিয়েছেন।অনন্ত বাবু পেশায় মূলত ব্যবসায়ী।উদং হাটে পাইকারী সব্জি বিক্রেতা।এর পাশাপাশি শখে বিভিন্ন ফসলও ফলান।অনন্ত বাবুর কথায়,এই প্রথম নয় বিগত বছরে তিনি এই প্রদর্শনীতে বৃহৎ আকারের আখ ও কলাগাছ জমা দিয়েছিলেন।৫০০ গ্রামের পেঁয়াজ দেখতে ভিড় জমান বহু মানুষ।মেলা কমিটির পক্ষ থেকে অনন্ত খাঁ'কে বিশেষভাবে পুরস্কৃতও করা হয়েছে বলে জানান মেলা কমিটির সম্পাদক প্রদীপ রঞ্জন রীত। ★চিত্রঋণ:- মাননীয় সৌরেন্দু শেখর বিশ্...

জয়পুরে জমে উঠেছে সবলা মেলার আসর,ভিড় জমাচ্ছেন আট থেকে আশি

নিজস্ব প্রতিনিধি:হাল্কা শীতের আমেজকে সাথে নিয়ে দুপুর কিমবা পড়ন্ত বিকালে আট থেকে আশি প্রায় সব বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন আমতা-২ ব্লকের জয়পুরের রাউতড়া রায়ব্রাদার্স ফুটবল ময়দানে।রায়ব্রাদার্স ময়দানে হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ও আমতা-২ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে 'হাওড়া জেলা সবলা মেলা ও ক্রেতাসুরক্ষা মেলা-২০১৯'।গত ১১ই ডিসেম্বর মেলার সূচনা করেন মন্ত্রী সাধন পান্ডে।চলবে আগামী ১৭ ই ডিসেম্বর পর্যন্ত। শিল্পীর নান্দনিক সৃজনশীল ভাবনার পরিস্ফুটন যেমন ঘটেছে সাতদিনব্যাপী মেলার প্রবেশদ্বার কিমবা মঞ্চজুড়ে;তেমনই স্টলজুড়ে অবস্থান করছে বিভিন্ন অনন্যসাধারণ হস্ত শিল্প।কোনোটা পাটের বা কাঠের আবার কোনোটা বা তাঁতের কিমবা উলের তৈরি।অন্যদিকে,কৃষকভাই হাজির করেছেন টাটকা সব্জি;রয়েছে রুই,মৃগেল,কাৎলার মতো জ্যান্ত মাছ। পাশাপাশি,ফুচকা,ঘুগনি,এগরোল,চাউমিন সহ বিভিন্ন মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় মানুষ।মুক্তমঞ্চে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের 'কন্যাশ্রী ক্লাব'-এর নাটকের পাশাপাশি,রয়েছে 'কন্যাশ্রী প্রকল্প' ও ক্রেতাসুরক্ষা বিষয়ক বিশেষ আলোচনা...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।

জেলার সেরা হিসাবে 'শিশুমিত্র' পুরস্কার পাচ্ছে আমতার বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি: বছর দু'য়েক আগের রুক্ষ্মশুষ্ক মরু প্রান্তর আজ যেন এক টুকরো প্রাঞ্জল ভূমি।নীল-সাদা দেওয়াল জুড়ে ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের মধ্যে সবুজের সমাহার।বিদ্যালয় চত্বরের বিভিন্ন জায়গায় রাখা রয়েছে বায়ো-ডাস্টবিন।দেওয়াল জুড়ে রংবেরঙের বিভিন্ন চিত্র,কোথাও আঁকা দুই বন্ধুর সৌহার্দ্যের ছবি;আবার কোথাও বা তুলে ধরা হয়েছে বিভিন্ন শাকসব্জির উপকারিতার কথা।চলছে স্মার্টক্লাস।স্ক্রিনের দিকে একমনে তাকিয়ে খুদেরা।বিরতিতে মেঝেতে আঁকা লুডোয় বা দাবার ঘরে চাল দিতে ব্যস্ত খুদেরা।না,একোনো শহরের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান নয়;গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের সোনামুই হরিসভা প্রাথমিক বিদ্যালয়। পরিষ্কার,সুস্বাস্থ্যকর পরিবেশসম্পন্ন বিদ্যালয়ের স্বীকৃতিস্বরূপ এবছরই মিলেছিল 'নির্মল বিদ্যালয় পুরস্কার'।এবার জেলার সেরা প্রাথমিক বিদ্যালয়ের শিরোপা রূপে সোনামুই হরিসভা প্রাথমিক বিদ্যালয়ের মুকুটে জুড়তে চলেছে আরেক নতুন পালক।আগামী ১৩ ই ডিসেম্বর রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে 'শিশুমিত্র পুরস্কার-...