নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই গ্রামীণ হাওড়ার বুকে আমতা-২ ব্লকের অমরাগড়ী যুব সংঘ মরণোত্তর চক্ষু ও দেহদান সম্পর্কে সচেতনতা শিবির ও সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।সেই আন্দোলনকে আরও সুদৃঢ় করতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী পদযাত্রা।উদ্যোক্তারা জানান,এবছর তাঁদের পদযাত্রা ১৩ তম বর্ষে পদার্পণ করল।
আমতা,রাণীহাটি,আন্দুল,হাওড়া হয়ে আগামীকাল কোলকাতায় নেতাজীর বাসভবনে পৌঁছবে এই পদযাত্রা।পদযাত্রা থেকে পথচলতি মানুষের কাছে চক্ষু ও দেহদানের গুরুত্ব তুলে ধরেন।এর পাশাপাশি মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির শুভবার্তা পৌঁছে দেওয়া হয় মিছিল থেকে।মরণোত্তর দেহদান আন্দোলনেরসাথে দীর্ঘদিন যুক্ত থাকা শিক্ষক পার্থ প্রতিম পাড়ুই এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,চিকিৎসাবিজ্ঞানের উন্নতির স্বার্থে এই আন্দোলনকে সমাজের সর্বস্তরে প্রসারিত করতে হবে।পদযাত্রায় সামিল হয়েছেন বহু মানুষ।
Comments
Post a Comment