নিজস্ব প্রতিনিধি: শীতের দুপুরে গায়ে চাদর,সোয়েটার জড়িয়ে মৃদু রোদকে সাথে নিয়ে ভিড় মাঠের ধারে ভিড় জমিয়েছেন কয়েক হাজার দর্শক।প্রবল ঠান্ডার মধ্যেও ফুটবল জ্বরে মেতে উঠেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের সোনামুই গ্রাম।সোনামুই ফুটবল ক্লাবের উদ্যোগে সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটবল ময়দানে শুরু হয়েছে তৃতীয় বর্ষের এস.এফ.সি কাপ।উদ্বোধনী ম্যাচে অংশ নেয় জয়নগর নেতাজী স্পোর্টিং ক্লাব ও রামনগর বীণাপানি সেবা সমিতি।
প্রথমার্ধ্বে উভয় দল একটি করে গোল করলেও টানটান উত্তেজনার শেষে জয়নগর নেতাজী স্পোর্টিং ক্লাব ২-১ গোলে রামনগর বীণাপাণি সেবা সমিতিকে পরাজিত করে।ম্যাচটি পরিচালনা করেন জাতীয় রেফারি অরবিন্দ বেরা।উদ্বোধনী ম্যাচ উপলক্ষে খেলার শুরুতে মাঠে বিশেষ নৃত্য ও আতসবাজি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবকুমার কোলে,প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য,শিক্ষক অরুণ খাঁ প্রমুখ।
উদ্যোক্তাদের পক্ষে কুণাল চ্যাটার্জী জানান,হাওড়া জেলার দল ছাড়াও জঙ্গলমহলের একাধিক দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ১২ ই জানুয়ারী।ক্রীড়াপ্রেমী কিশোর-প্রৌঢ়-যুবকদের পাশাপাশি মাঠে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Comments
Post a Comment