নিজস্ব প্রতিনিধি: 'মাটি আমাদের গর্ব,কৃষি আমাদের সম্পদ' এই ভাবনাকে সামনে রেখে আমতা-২ ব্লক প্রশাসনের কৃষি বিভাগের উদ্যোগে ও আমতা-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমতার তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশন প্রাঙ্গণে শুরু হল ৩ দিনব্যাপী 'মাটি,কৃষি,উদ্যানপালন,মৎস,খাদ্য,কৃষি বিপনন,সমবায় ও প্রাণী সম্পদ মেলা-২০১৯'।চলবে আগামী ২৬ শে ডিসেম্বর পর্যন্ত।প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন কৃষিজ ফসল।রয়েছে বিভিন্ন দপ্তরের স্টল।
এর পাশাপাশি সান্ধ্যকালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ,আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments
Post a Comment