নিজস্ব প্রতিনিধি:'জীবেপ্রম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর' স্বামী বিবেকানন্দের এই মহান বাণীকে সাথে নিয়েই আমতা-২ ব্লকের মহিষামুড়ি গ্রামের কিছু তরুণ গড়ে তুলেছেন অনামিকা ক্লাব।কখনো আর্তের পাশে,আবার কখনী বন্যা কবলিত মানুষের ত্রাতা রূপে নিজেদের প্রতিভাত করেন অনামিকা ক্লাবের সদস্যরা।সেই ধারা অব্যাহত রেখে এবার তাঁরা এগিয়ে এলেন শীতার্ত,প্রান্তিক মানুষের পাশে।
তাঁরা বড়োদিনের আনন্দকে ভাগ করে গিলেন গ্রামেরই কিছু অসহায় মানুষের হাতে।তুলে দিলেন কম্বল,চাদর সহ বিভিন্ন শীতবস্ত্র।অনুষ্ঠানের উদ্যোক্তা ক্লাবের সম্পাদক সন্দীপ পন্ডিত জানান,মোট ৩০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।
Comments
Post a Comment