নিজস্ব প্রতিনিধি: শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে গ্রামীণ হাওড়ার প্রান্তিক পড়ুয়াদের নিয়ে কাজ করে চলেছে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'।তার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও ব্রতী হয়েছে এই সংগঠন।
তারই অঙ্গস্বরূপ বাগনান-২ ব্লকের বেনাপুরের একটি ইটভাটায় কর্মরত অসহায়,প্রান্তিক শ্রমিকদের পরিবারের সদস্য-সদস্যাদের হাতে কম্বল,সোয়েটার,টুপি,চাদর তুলে দিল সংগঠনের সদস্যরা।সংস্থার প্রতিষ্ঠাতা পৃথ্বীশরাজ কুন্তী জানান,মোট ৩০ টি পরিবারকে কম্বল ও ৩০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।এই প্রবল ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি নামশিলা,কুশনু,রোহনের মতো খুদেরা।
Comments
Post a Comment