Skip to main content

Posts

মাস্ক_ভেন্ডিং_মেশিন❤️

  মাস্ক ভেন্ডিং মেশিন  মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ' বিশিষ্ট সমাজকর্মী সুকান্ত কুমার পালের আন্তরিক উদ্যোগে ' স্বপ্ন দেখার উজান গাঙ '-এর ব্যবস্থাপনায় গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে আমতা-১ ব্লকের উদং-ফতেপুর বাসস্ট্যান্ডে আজ থেকে চালু হল মাস্ক ভেন্ডিং মেশিন। মেশিনে ৫ টাকার একটি কয়েন দিলেই বেরিয়ে আসবে দু'টি সার্জিক্যাল মাস্ক। এই সংকটময় পরিস্থিতিতে গ্রামাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই সমবেত উদ্যোগ।  মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ'
Recent posts

আমতায় আত্মপ্রকাশ 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভাকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল।লোকসভা ভোটের পর কর্মীদের চাঙ্গা করতে শুরু হয়েছিল 'দিদিকে বলো' কর্মসূচি।ইতিমধ্যেই এই অভিযানের সুফল পেয়েছে তৃণমূল।'দিদিকে বলো' কর্মসূচির পাশাপাশি কয়েকদিন আগেই 'বাংলার গর্ব মমতা' নামক বিশেষ কর্মসূচির ঘোষণা হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে।শনিবার রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে 'বাংলার গর্ব মমতা' শীর্ষক কর্মসূচি নিয়ে নিজেদের জমিকে শক্ত করার কাজ শুরু করল তৃণমূল।রাজ্যের বিভিন্ন বিধানসভার মতো গ্রামীণ হাওড়ার আমতা কেন্দ্রের গাজীপুর ক্রাউন ফুটবল ময়দানে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই কেন্দ্রে শুরু হল এই বিশেষ কর্মসূচির কাজ। শনিবার সকালে আয়োজিত এই বিশেষ সভায় আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত কুমার পাল ছাড়াও বুথস্তর থেকে ব্লক স্তরের সকল নেতৃবৃন্দ সহ প্রায় ১২০০ কর্মী উপস্থিত ছিলেন।সুকান্ত পাল বলেন,"মুখ্যমন্ত্রী বাংলার ‘নবরূপকার’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।রাজ্যে দু'ই শতাধিক প্রকল্পে ...

আমতার পূর্ব গাজীপুরে আগুন,ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: আজ বেলায় হঠাৎই আমতা-১ ব্লকের আমতা-বাগনান রোড সংলগ্ন পূর্ব গাজীপুর গ্রামের একটি খড়িবনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। স্থানীয়দের অনুমান,প্রায় ১৫ বিঘা জমির খড়ি ভস্মীভূত হয়ে গেছে।ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন ও আমতা থানার বিশাল পুলিশ বাহিনী আসে।এখন আগুন নিয়ন্ত্রণে।

বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

নিজস্ব প্রতিনিধি: সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বন্যপ্রাণ রক্ষায় রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বেশ কিছুদিন ধরে।বন্যপ্রাণী সম্পর্কে মানুষও ক্রমে সচেতন হচ্ছেন।এবার বন্যপ্রাণ রক্ষায় সরাসরি এগিয়ে এলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল।জানা গেছে,আজ আমতা-২ ব্লকের নারিট থেকে কুশবেড়িয়ায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে নারিট-কুশবেড়িয়া রোডের তেগেছিয়ার কাছে রাস্তায় একটি পেঁচাকে পরে থাকতে দেখেন তিনি। পেঁচাটির শরীরে সামান্য আঘাতও ছিল।তৎক্ষনাৎ সুকান্ত বাবু নিজের গাড়িতে পেঁচাটিকে তুলে নেন।তিনি ও তাঁর সহযাত্রী অভিজিৎ প্রামাণিক পেঁচাটিকে দ্রুত উদ্ধার করে নিয়ে এসে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন।সুকান্ত পাল বলেন,"বন্যপ্রাণ রক্ষা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।সমাজের সর্বস্তরে গড়ে তুলতে হবে সচেতনতা।"

মহিষামুড়ি অনামিকা সংঘের উদ্যোগে চলছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: আমতা-২ ব্লকের মহিষামুড়ি গ্রামের সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক অনামিকা ক্লাব।তাদের পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করল।এই উপলক্ষ্যে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহিষামুড়ি গ্রামে।এবছরের ভাবনা 'ঐক্যের ভারত ও প্লাস্টিকমুক্ত নির্মল পরিবেশ'।জাতীয় পতাকা উত্তোলন ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা।উদ্বোধনী মঞ্চ থেকে স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানোর পাশাপাশি আয়োজক সংস্থার পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে নৃত্য,সঙ্গীত,অঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।মহিষামুড়ি অনামিকা ক্লাবের সম্পাদক শিক্ষক সন্দীপ পন্ডিত জানান,"১৯৮০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিষামুড়ি গ্রামের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অনামিকা ক্লাব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে"।

শেষ মুহুর্তের প্রস্তুতিতে সেজে উঠছেন আমতার শতাব্দীপ্রাচীন সরস্বতী

নিজস্ব প্রতিনিধি:সময়টা ১৯০৫।বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমে মাথাচাড়া দিয়ে উঠছে জাতীয়তাবাদী আন্দোলন।অন্যদিকে,লর্ড কার্জনের একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে  হঠাৎই গর্জে উঠলো বাঙালি।ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দিকে দিকে শুরু হল সংঘবদ্ধ লড়াই।স্বাধীনতা সংগ্রামীরা ছাত্র-যুবদের মধ্যে সঞ্চার করলেন এই ক্ষোভের আগুন।কোথাও বিদেশী দ্রব্য বয়কট,কোথাও বা স্বদেশী দ্রব্যের প্রচলন।বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই ক্ষোভের আঁচ এসে পড়ল সুপ্রাচীন বন্দর নগরী আমতার বুকে।মার্টিন রেল,পান্তুয়া,সতীপীঠ মেলাইচন্ডী মন্দির সমৃদ্ধ এই ঐতিহাসিক জনপদ মুহুর্তের মধ্যে যেন গর্জে উঠল।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রয়োজন সংঘবদ্ধ শক্তির।আর সেই ঐক্য গড়ে তুলতে গেলে প্রয়োজন সাংগঠনিক শক্তির।আমতার ছাত্র-যুবদের একছাতার তলায় আনতে বেছে নেওয়া জল মাতৃশক্তি তথা বাগদেবীর আরাধনাকে।প্রথম বছরই তথা ১৯০৫ সালে মহাধুমধাম সহকারে অষ্টম পরী সহ ডাকের সাজে সুসজ্জিতা হয়ে মৃন্ময়ী মায়ের মন্ডপে আগমন ঘটে।১৯০৫ সালের সেই প্রথম পুজোয় পৌরহিত্য করেন বঙ্কিম চক্রবর্তী।মাতৃ আরাধনা ও ভোগ প্রস্তুতির জন্য গড়ে উঠল মাটির ঘর।তারই সাথে সংহতি স্থাপন...

পাতা ফাঁদে আটকে গেল লক্ষ্মীপেঁচা,গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: বহুবার পুকুরে জাল দেওয়া নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রকৃতি সচেতন বহু মানুষ।তাতেও টনক নড়েনি।পুকুর বাঁচাতে গিয়ে পাখীদের কাছে মারণফাঁদ পেতে বসছেন বহু মানুষ।আবারও সেরকমই পাতা মারণফাঁদে জড়িয়ে গেল একটি লক্ষ্মী পেঁচা।ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর ব্লকের পালিয়াড়া গ্রামে।আজ সকালে পালিয়াড়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক শ্যামল জানা স্থানীয় একটি পুকুরে পাতা জালে একটি পূর্ণ বয়স্ক লক্ষ্মীপেঁচাকে আটকে থাকতে দেখেন। তৎক্ষনাৎ পেঁচাটিকে উদ্ধার করে নিজের বাড়িতে আনেন।খবর দেন স্থানীয় পরিবেশকর্মী সৌরভ দোয়ারীকে।পা'য়ে ক্ষত সৃষ্টি হওয়ায় তিনি প্রাথমিক শুশ্রষা করেন এবং খবর দেন বন দপ্তরে।বন দপ্তরের কর্মীরা এসে আহত পেঁচাটিকে উদ্ধার করেন।সৌরব দোয়ারীর কথায়,"মানুষকে এব্যাপারে দ্রুত সচেতন হবে হবে"।