মাস্ক ভেন্ডিং মেশিন মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ' বিশিষ্ট সমাজকর্মী সুকান্ত কুমার পালের আন্তরিক উদ্যোগে ' স্বপ্ন দেখার উজান গাঙ '-এর ব্যবস্থাপনায় গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে আমতা-১ ব্লকের উদং-ফতেপুর বাসস্ট্যান্ডে আজ থেকে চালু হল মাস্ক ভেন্ডিং মেশিন। মেশিনে ৫ টাকার একটি কয়েন দিলেই বেরিয়ে আসবে দু'টি সার্জিক্যাল মাস্ক। এই সংকটময় পরিস্থিতিতে গ্রামাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই সমবেত উদ্যোগ। মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ'
নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভাকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল।লোকসভা ভোটের পর কর্মীদের চাঙ্গা করতে শুরু হয়েছিল 'দিদিকে বলো' কর্মসূচি।ইতিমধ্যেই এই অভিযানের সুফল পেয়েছে তৃণমূল।'দিদিকে বলো' কর্মসূচির পাশাপাশি কয়েকদিন আগেই 'বাংলার গর্ব মমতা' নামক বিশেষ কর্মসূচির ঘোষণা হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে।শনিবার রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে 'বাংলার গর্ব মমতা' শীর্ষক কর্মসূচি নিয়ে নিজেদের জমিকে শক্ত করার কাজ শুরু করল তৃণমূল।রাজ্যের বিভিন্ন বিধানসভার মতো গ্রামীণ হাওড়ার আমতা কেন্দ্রের গাজীপুর ক্রাউন ফুটবল ময়দানে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই কেন্দ্রে শুরু হল এই বিশেষ কর্মসূচির কাজ। শনিবার সকালে আয়োজিত এই বিশেষ সভায় আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত কুমার পাল ছাড়াও বুথস্তর থেকে ব্লক স্তরের সকল নেতৃবৃন্দ সহ প্রায় ১২০০ কর্মী উপস্থিত ছিলেন।সুকান্ত পাল বলেন,"মুখ্যমন্ত্রী বাংলার ‘নবরূপকার’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।রাজ্যে দু'ই শতাধিক প্রকল্পে ...