ঘুমাচ্ছন্ন ড্রাইভার ভাইদের কখনো পুলিশের শীর্ষকর্তারা বাড়িয়ে দিয়েছেন গরম চায়ের কাপ,আবার কখনো বা হেলমেটহীন সওয়ারীর মাথায় পুলিশ তুলে দিয়েছে হেলমেট।রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে 'সেফ ড্রাইভ,সেভ লাইফ' সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার পক্ষ থেকে আমতা-২ ব্লকের সেহাগড়ী মোড়ে বিশেষ পথসচেতনতা শিবির অনুষ্ঠিত হল।উক্ত কর্মসূচিতে পথচলতি মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে বিভিন্ন বার্তা দেওয়ার পাশাপাশি হেলমেটহীন বাইক আরোহীদের মাথায় পরিয়ে দেওয়া হয় হেলমেট।
বিভিন্ন গাড়িতে লাগানো হয় পথ সচেতনতার বার্তাবাহী বিশেষ স্টিকার।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল সহ জেলার পুলিশের শীর্ষ আধিকারিকগণ।পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সুকান্ত কুমার পাল বলেন,"একদিকে এই উদ্যোগ যেমন পথনিরাপত্তায় মানুষকে সচেতন করবে,অন্যদিকে পুলিশের সাথে সাধারণ মানুষের যোগসূত্রকে সুদৃঢ় করে তুলবে।"
Comments
Post a Comment