নিজস্ব প্রতিনিধি: আমতা-রাণীহাটি রোডে কয়েকদিন আগেই মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পি.ডব্লু.ডির এক কর্মী,আহত হয়েছিলেন বহু মানুষ।গত কয়েকদিন আগেও সন্ধ্যায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল আমতা-এয়ারপোর্ট রুটের বাস।আজ সকালে আবারও আমতা-রাণীহাটি রোডের দশ নম্বর পুল ও মানিকপীরের মাঝে নয়ানজুলিতে নেমে গেল আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাস।হতাহতের কোনো খবর নেই।
নিজস্ব প্রতিনিধি: দূষণের ফলে একদিকে যেমন গলছে বরফ,বাড়ছে তাপমাত্র,তেমনই রাজধানী দিল্লি ঢেকে যাচ্ছে কুয়াশায়।এই দানবীয় শক্তির মূলে কুঠারাঘাত হানতে না পারলে অনতিদূরেই অপেক্ষা করছে ঘোরতর বিপদ।আর এই দানবীয় শক্তিকে রোধ করতে প্রয়োজন সবুজের।সবুজ রোপণ ও তার সঠিক পরিচর্যার।আর সেই বার্তাই নব প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে অভিনব উদ্যোগ নিল শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ।বিদ্যালয় কর্ত্তৃপক্ষের তরফে প্রায় ৩০০ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল বিশেষ ধরনের পেন যার মধ্যে রয়েছে বিভিন্ন গাছের বীজ।পেন ব্যবহারের পর তা ফেলে দিলে সেই বীজ মাটিতে পরে গাছ সৃষ্টি হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা সুচন্দ্রিমা সেনগুপ্ত। তিনি আরও জানান,পেনগুলি তৈরি করেছে শ্যামপুরের 'আলোর দিশা' নামক একটি সংস্থা।বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দেন স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শক অমিত দাস।এর পাশাপাশি খুব শীঘ্রই স্থানীয় বাজারে কাগজের ঠোঙায় বীজ দিয়ে তা পৌঁছে দেওয়া হবে বলেও বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই অভিনব পদক্ষেপ...
Comments
Post a Comment