নিজস্ব সংবাদ: গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তের মানুষ ক্রমশ বন্যপ্রাণ সম্পর্কে সচেতন হচ্ছেন।তারই ফলস্বরূপ প্রায়শই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বাঘরোল,বিভিন্ন প্রজাতির সাপ।এবার বন্যপ্রাণ সচেতনতার নিদর্শন রাখলেন বছর তিরিশের এক যুবক।সূত্রের খবর,আজ দুপুরে বাড়ি সংলগ্ন উঠানে একটি কেউটে শাবককে ঘুরতে দেখেন বাগনান-১ ব্লকের হারোপ গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দাস ও তাঁর প্রতিবেশীরা।তিনি শাবকটিকে কোনোভাবে না মেরে স্থানীয়দের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণের মধ্যে বোতলবন্দী করেন।
খবর দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর প্রতিনিধিদের।স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরে।বন দপ্তরের কর্মীরা প্রসেনজিৎ দাসের বাড়ির থেকে কেউটে শাবকটিকে নিয়ে যান।প্রসেনজিৎ জানায়,সে নিজেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী যাঁরা বন্যপ্রাণ সচেতনতার উপর নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছে।
Comments
Post a Comment