নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল আমতা-১ ব্লকের উদং কালীমাতা আশ্রম।রবিবার দর্শনার্থীদের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় বেশ খানিকটা বেশি থাকে।আজ সন্ধ্যায় সেখান থেকেই উদ্ধার হল একটি দীর্ঘকায় চন্দ্রবোড়া সাপ।আশ্রম সূত্রে খবর,বেশ কয়েকদিন ধরে প্রায় ২ ফুট লম্বা সাপটি আশ্রম চত্বরে ঘোরাফেরা করলেও একাধিকবার চেষ্টা করেও ধরা সম্ভব হয়নি।
আজ সন্ধ্যায় হঠাৎই আশ্রম চত্বরে সাপটিকে দেখে চিৎকার করে ওঠে একটি কুকুর।কুকুরটিই সাপটিকে ধরে।তৎক্ষনাৎ আশ্রমের সদস্যরা সাপটিকে বোতলবোন্দী করে খবর দেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর প্রতিনিধিদের।ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ও খবর দেওয়া হয় বন দপ্তরে।বন দপ্তরের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়েছে।
Comments
Post a Comment