বাগনান থানার পূর্ণাল মিলন মন্দির আয়োজিত স্বর্গীয় প্রহ্লাদচন্দ্র ঘোড়ুই ও স্বর্গীয় বঙ্কিমচন্দ্র ঘোষ স্মৃতি ট্রফির চূড়ান্ত পর্বের খেলা
নিজস্ব প্রতিনিধি: প্রবল উদ্দীপনার সাথে শেষ হল বাগনান থানার পূর্ণাল মিলন মন্দির আয়োজিত স্বর্গীয় প্রহ্লাদচন্দ্র ঘোড়ুই ও স্বর্গীয় বঙ্কিমচন্দ্র ঘোষ স্মৃতি ট্রফির চূড়ান্ত পর্বের খেলা।গত ১৮ ই আগস্ট শুরু হওয়া এই নক-আউট ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্তের মোট আটটি দল।চূড়ান্ত পর্বের খেলায় ধূলাগড় নেতাজী স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বাগনান সেভেন স্টারকে পরাজিত করে।আয়োজকদের তরফে সুমন হাইত ও প্রসেনজিৎ বেরা বলেন,'আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবলকে ঘিরে উন্মাদনার কথা মাথায় রেখেই এমন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।' চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন,বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস,বিশিষ্ট সমাজসেবী তপন ঘোষ প্রমুখ।


Comments
Post a Comment