নিজস্ব প্রতিনিধি: 'বুলবুল'-এর গ্রাস থেকে মানুষকে বাঁচাতে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসনের বিভিন্ন স্তর।হাওড়া জেলা জুড়েও জারি হয়েছে রেড এলার্ট।প্রাথমিক স্তরে নজরদারির কাজ করছে স্থানীয় পঞ্চায়েত।সেই কাজ খতিয়ে দেখতে বিভিন্ন পঞ্চায়েতে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ড.নির্মল মাজি,আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি,কর্মাধ্যক্ষ তপন চক্রবর্তী,আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক টিম্পু দাস।
এর পাশাপাশি উদং-১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিনিধিরা স্থানীয় এলাকা ঘুরে দেখেন।মানুষের সাথে কথা বলেন তাঁরা।মানুষকে প্রয়োজনীয় বার্তা দেওয়া হয়।




Comments
Post a Comment