বুলবুলের জের,আগামীকাল বেশ কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির নির্দেশ রাজ্য সরকারের
নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপ 'বুলবুল' ইতিমধ্যেই অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে,আগামীকালই হয়তো বাংলার উপকূলবর্তী অঞ্চলে প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।ইতিমধ্যেই 'বুলবুল'-এর থেকে মানুষকে রক্ষা করতে তৎপর প্রশাসন।উপকূলবর্তী জেলায় চলছে মাইকিং।রাজ্য সরকারের পক্ষ থেকে তৎপরতার সাথে চলছে মোকাবিলা করার প্রস্তুতি।কিছুক্ষণ আগেই রাজ্যের শিক্ষাদপ্তর থেকে আগামীকাল হাওড়া,হুগলী,দুই ২৪ পরগণা,দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম ও কোলকাতার সমস্ত প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।


Comments
Post a Comment