আমতা-বাগনান রোডে দুর্ঘটনা,গুরুতর জখম ২
নিজস্ব প্রতিনিধি: জেলার অন্যতম ব্যস্ত রাস্তা আমতা-বাগনান রোড।আজ সকাল ১০ টা নাগাদ আমতা থানার পূর্ব গাজীপুরে রাণাপাড়া শ্মশানের সামনে একটি মোটর সাইকেলের সাথে ডাম্পারের সংঘর্ষ ঘটে।গুরুতর অবস্থায় বাইকের দু'জন যাত্রীকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পিজিতে স্থানান্তরিত করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আমতা থানার পুলিশ।জানা গেছে,আহতদের বাড়ি পূর্ব গাজীপুরে।



Comments
Post a Comment