আন্ত:শ্রেণী ফুটবল প্রতিযোগিতা সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ে
নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের মতো এবছরও আমতা-১ ব্লকের সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয় আয়োজন করেছিল আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার।বিদ্যালয় সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় দশম শ্রেণীর পড়ুয়ারা হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরাজিত করে।এছাড়াও,আরও দু'টি বিভাগে সপ্তম ও নবম শ্রেণীর পড়ুয়ারা জয়লাভ করে।পড়ুয়াদের উৎসাহিত করতে ছিল বিশেষ পুরষ্কারের ব্যবস্থা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য জানান,বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সমন্বয়বৃদ্ধি ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই টুর্নামেন্ট প্রতিবছর অনুষ্ঠিত হয়।জমাজমাট এই ফুটবল আসরকে কেন্দ্র করে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Comments
Post a Comment