সপ্তাহভর উৎসবের আবহে মেতে ওঠে তাজপুর
নিজস্ব প্রতিনিধি: শরৎ অতিক্রম করে হেমন্ত এসেছে আমাদের দ্বারে।হেমন্তের প্রভাব প্রকৃতি বা আবহাওয়ায় সেভাবে না প্রত্যক্ষ করা গেলেও বঙ্গপ্রকৃতিতে রয়েছে তার বিশেষ ছাপ।হেমন্ত মানেই বাঙালি চন্দননগর কিমবা কৃষ্ণনগর অভিমুখী।এর বাইরেও জগদ্ধাত্রীর আরাধনায় মেতে ওঠেন বিভিন্ন জেলাবাসী।সেরকমই এক গ্রাম হাওড়া জেলার আমতা-২ ব্লকের তাজপুর।দামোদর তীরবর্তী এই গ্রামে সারাবছর বিভিন্ন উৎসব বা পুজো হলেও জগদ্ধাত্রী পুজোর জন্য এই গ্রাম বিশেষ সুখ্যাতি লাভ করেছে।না,একাধিক থিমের পুজো নয়।একটি মাত্র পুজো যার বর্তমান বয়স ৪০।৩০ ফুটের মৃন্ময়ী সাবেকী মাতৃমূর্তি।জেলার বিভিন্ন প্রান্তে মূলত নবমী থেকে আরাধনা শুরু হলেও তাজপুর নেহেরু স্মৃতি সংঘের মাতৃ আরাধনা শুরু হয় ষষ্ঠী থেকেই।থাকে সপ্তাহব্যাপী মেলা,বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,আতসবাজি।আয়োজন করা হয় নরনারায়ণ সেবার।
এভাবেই উৎসবের আবহে মেতে উঠে অগণিত মানুষের উপস্থিতিতে কলকাকলিমুখর হয়ে ওঠে গ্রামীণ হাওড়ার এই পূজাপ্রাঙ্গণ।


Comments
Post a Comment