বুলবুল মোকাবিলায় তৎপর আমতার-১ ও ২ ব্লক প্রশাসন
নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে,বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোন 'বুলবুল' শনিবারই হয়তো বাংলার স্থলভাগে আছড়ে পড়তে চলেছে।দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়াতেও জেলাতেও ইতিমধ্যেই রেড এলার্ট জারি হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোলরুম।এর পাশাপাশি সুপার সাইক্লোনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে আমতা-১ ও আমতা-২ ব্লক প্রশাসন বিশেষ তৎপরতা গ্রহণ করেছে।আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান,বিভিন্ন পঞ্চায়েত প্রাথমিক স্তরে নজরদারি চালাচ্ছে।তিনি আরও জানান,'বুলবুল' সম্পর্কিত যেকোনো রকম সমস্যায় উভয় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক,পঞ্চায়েত সমিতির আধিকারিক, আমতা ও জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অথবা স্থানীয় পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করতে পারেন।
সতর্কতা অবলম্বন করুন,সাবধানে থাকুন প্রত্যেকে।
★জেলা প্রশাসনের কন্ট্রোলরুমের নাম্বার:- 03326413393



Comments
Post a Comment