নিজস্ব প্রতিনিধি: গ্রামীণ হাওড়ার আমতা-২, উদয়নারায়ণপুর সহ বিভিন্ন ব্লক মূলত কৃষি নির্ভর।আশ্বিনের শুরুতেই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষিকাজ।তার উপর মাস ঘুরতে না ঘুরতেই আবার বুলবুলের দানবীয় দাপট।যার জেরে গ্রামীণ হাওড়ার চাষবাসে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।তাঁদের মতে, সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ধানচাষ।বিশেষ করে পাক ধরা ধান তাঁরা ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে বেশ চিন্তায় কৃষকমহল।ঝড়ের পর আজ ক্ষেতের পর ক্ষেত ধানগাছ নুয়ে পড়তে দেখা গেছে।এমনকি কিছু জমিতে ধানগাছকে নুয়ে পড়ে জলে ডুবে যেতেও দেখা গেছে।শুধু ধান নয় আখ ও পান চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান বিশিষ্ট গবেষক ড.সৌরভ দোয়ারী।
তিনি জানান,সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে আখ ক্ষেতের। আখ গাছ হেলে গেছে ব্যাপকহারে।আজ সারাদিন উদয়নারায়ণপুর,আমতা সহ বিভিন্ন জায়গায় ঘুরে এই দৃশ্যই চোখে পড়েছে।বহু কৃষকই ভেঙে পড়েছেন এইরূপ ক্ষয়ক্ষতি দেখে।এখন সরকারী ক্ষতিপূরণের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন তাঁরা।


Comments
Post a Comment