নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয় মানে কেবল শিক্ষাঙ্গন নয়,বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের শারীরিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।সেই লক্ষ্যেই রাজ্যের কয়েক হাজার বিদ্যালয়ে প্রতিবছর অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।সেরকমই শীতের শুরুতেই আমতা-১ ব্লকের সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল খড়দহ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
উদ্যোক্তারা জানিয়েছেন,খড়দহ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ১১ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি শিশু শিক্ষা কেন্দ্রের মোট ১৬০ জন ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়।৭৫,১০০,২০০ মিটার দৌড়,আলুদৌড়,দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন,হাঁড়ি ভাঙা,জিমনাস্টিকের মতো বিভিন্ন ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায়।আয়োজক অরুণ খাঁ,সুমন্ত সাউ,দূর্বাদল ভৌমিকের মতো শিক্ষকরা জানান,মূলত খড়দহ পঞ্চায়েত এলাকার শিক্ষক-শিক্ষিকারা পঞ্চায়েতের সহযোগিতায় এই আয়োজন করেন।
এছাড়াও,সোনামুই ফুটবল ক্লাবের সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।প্রত্যেক ইভেন্টের প্রথম স্থানাধিকারীরা পরবর্তী স্তরে যোগদানের ছাড়পত্র পাবে বলেও তাঁরা জানান।খুদেদের প্রেরণা জোগাতে মাঠে উপস্থিত ছিলেন সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য,প্রাক্তন শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী প্রমুখ।এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Comments
Post a Comment