নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকালে উলুবেড়িয়ায় ১৮ কিলোর ভেটকি মাছ ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।সূত্রে খবর,উলুবেড়িয়ার রাঙামেটে গ্রামের তরুণ মেটে গঙ্গায় মাছ ধরার জন্য হুইল ছিপ ফেলেছিলেন।সেই ছিপেই ধরা দেয় ১৮ কেজির এই ভেটকি।
এই খবর জানাজানি হতেই শোরগোল পরে যায় স্থানীয় মানুষের মধ্যে।বৃহদাকার মাছটিকে দেখতে ভিড় জমাতে শুরু করে বহু মানুষ।উলুবেড়িয়া বাজারে মাছটির দাম ১২ হাজার টাকা উঠেছে বলে জানা গেছে।
★ছবি সংগৃহীত★


Comments
Post a Comment