৭ ই নভেম্বর থেকে বাংলা জুড়ে নিষিদ্ধ গুটখা,তামাকজাত দ্রব্য ও পানমশলা
নিজস্ব প্রতিনিধি: ৭ ই নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস। সেই দিন থেকেই রাজ্যজুড়ে বন্ধ হতে চলেছে গুটখা,তামাকজাত দ্রব্য ও পানমশলা।
সম্প্রতি ফুড সেফটি কমিশনের জারি করা একটা নির্দেশিকায় বলা হয়েছে, ৭ নভেম্বর থেকে এ রাজ্যে গুটখা, পানমশলা ও তামাক প্রকাশ্যে উৎপাদন করা, বিক্রি করা ও মজুত করা যাবে না। কেউ করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য হবে।


Comments
Post a Comment