নিজস্ব প্রতিনিধি: দূষণের ফলে একদিকে যেমন গলছে বরফ,বাড়ছে তাপমাত্র,তেমনই রাজধানী দিল্লি ঢেকে যাচ্ছে কুয়াশায়।এই দানবীয় শক্তির মূলে কুঠারাঘাত হানতে না পারলে অনতিদূরেই অপেক্ষা করছে ঘোরতর বিপদ।আর এই দানবীয় শক্তিকে রোধ করতে প্রয়োজন সবুজের।সবুজ রোপণ ও তার সঠিক পরিচর্যার।আর সেই বার্তাই নব প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে অভিনব উদ্যোগ নিল শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ।বিদ্যালয় কর্ত্তৃপক্ষের তরফে প্রায় ৩০০ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল বিশেষ ধরনের পেন যার মধ্যে রয়েছে বিভিন্ন গাছের বীজ।পেন ব্যবহারের পর তা ফেলে দিলে সেই বীজ মাটিতে পরে গাছ সৃষ্টি হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা সুচন্দ্রিমা সেনগুপ্ত। তিনি আরও জানান,পেনগুলি তৈরি করেছে শ্যামপুরের 'আলোর দিশা' নামক একটি সংস্থা।বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দেন স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শক অমিত দাস।এর পাশাপাশি খুব শীঘ্রই স্থানীয় বাজারে কাগজের ঠোঙায় বীজ দিয়ে তা পৌঁছে দেওয়া হবে বলেও বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই অভিনব পদক্ষেপ...
I'm happy for being a part of this institution. I watch all of this every day and and feel mesmerized.
ReplyDeleteThank you sir..🙏🙏
DeleteThat's an ideal profile of an ideal educational institution with versatile opportunities opened for the learners enhancing the Nirmal Vidyalaya Parish. That's a good and honest attempt by the administrative body of the school only for the sake of the students.They
ReplyDeletedeserve to be praised. I am really proud to be an active supporter being a teacher of that neighbouring school.
Thank you sir🙏🙏
DeleteExcellent
ReplyDelete👍👍
Deletevery good.we the people of Howrah Jogesh Chandra Girls' are also trying to create an environment friendly atmosphere in our school
ReplyDeleteThank you 🙏🙏
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIts ammazing to see this.This extraordinary step will be pioneer for every institute..
ReplyDelete