নিজস্ব প্রতিনিধি: বর্ষা পেরিয়ে শীতের আমেজ শুরু হলেও রাজ্যব্যাসীর পিছু ছাড়ছে না ডেঙ্গু।ইতিমধ্যেই অনেকগুলি প্রাণ কেড়ে নিয়েছে মশাবাহিত এই রোগ।বুলবুলের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।এই অবস্থায় সাধারণ মানুষকে আবারও ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে উদ্যোগী হল প্রশাসন।আমতা-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে খালনা বালিকা বিদ্যামন্দিরের 'কন্যাশ্রী'রা ডেঙ্গু সচেতনতার বার্তা জনমানসে পৌঁছে দিত একাধিক পদক্ষেপ গ্রহণ করল।না কেবল পোস্টার নিয়ে মিছিল কিমবা স্লোগানই নয়,পড়ুয়ারা গ্লাভস,মাস্ক সহযোগে স্থানীয় খালনা বাজারের বিভিন্ন জায়াগায় ব্লিচিং ছড়ায়।
![]() |
| সুস্বাস্থ্য গড়তে দরকার নির্মল পরিবেশ |
মানুষকে সচেতন করতে পথে নেমেছেন জনপ্রতিনিধিরাও।জ্বরে আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে তাদের রক্তপরীক্ষা করার পাশাপাশি ডেঙ্গু সম্পর্কিত বার্তাবাহী বিশেষ লিফলেট বিতরণ,প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় নিয়মিত স্প্রে করা,ফিভার ক্যাম্প ও মাইকিংয়ের মতো বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি তাঁরা গ্রহণ করেছেন বলে সুকান্ত বাবু জানান।পড়ুয়ারা জানিয়েছে,তাঁদের এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ভালো সাড়া পাওয়া গেছে।এগিয়ে এসেছেন বহু স্থানীয় মানুষ।ডেঙ্গু রোধ করতে মানুষকেই এগিয়ে আসতে হবে। মশার লার্ভা যাতে না জন্মায় সে দিকে নজর দিতে হবে।


ভালো কাজ👍
ReplyDeleteধন্যবাদ।
ReplyDelete