মাস্ক ভেন্ডিং মেশিন মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ' বিশিষ্ট সমাজকর্মী সুকান্ত কুমার পালের আন্তরিক উদ্যোগে ' স্বপ্ন দেখার উজান গাঙ '-এর ব্যবস্থাপনায় গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে আমতা-১ ব্লকের উদং-ফতেপুর বাসস্ট্যান্ডে আজ থেকে চালু হল মাস্ক ভেন্ডিং মেশিন। মেশিনে ৫ টাকার একটি কয়েন দিলেই বেরিয়ে আসবে দু'টি সার্জিক্যাল মাস্ক। এই সংকটময় পরিস্থিতিতে গ্রামাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই সমবেত উদ্যোগ। মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ'