নিজস্ব প্রতিনিধি : সবে শেষ হয়েছে আলোর উৎসব দীপাবলি,সম্প্রীতির উৎসব ভ্রাতৃদ্বিতীয়া।এমনই এক শুভ লগ্নে অশুভশক্তির বিনাশীনি দেবী কালীর আরাধনা উপলক্ষ্যে মেতে উঠেছিল গ্রামীণ হাওড়ার সোনামুই গ্রাম।একটি গ্রামের মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো।তাদেরই মধ্যে অন্যতম সোনামুই খেয়ালী সংঘ।কেবলমাত্র উৎসবকে ধর্মীয় গন্ডীর মধ্যেই আবদ্ধ করে রাখেনি এই সংস্থা।মুমূর্ষু রোগীদের উদ্দেশ্যে রক্তদান শিবির,পানীয় জল ও প্লাস্টিক সম্পর্কে সচেতনতা শিবিরের মতো বিভিন্ন সমাজসচেতনমূলক কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে ধর্মের প্রধান লক্ষ্য শান্তি ও সেবার বার্তাকে জনমানসে তুলে ধরেছে আমতা-১ ব্লকের এই সংস্থা। 'দীপান্বিতা সম্মান' ও রক্তদানের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতা-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শান্তনু ঘোষাল,প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য,অরুণ খাঁ,গোপালচন্দ্র পারাল সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের একঝাঁক উজ্জ্বল ব্যক্তিত্ব।এর পাশাপাশি রয়েছে তিনদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।