Skip to main content

Posts

Showing posts from October, 2019

ভোডাফোন গ্রাহকদের আর রিচার্জ করতে হবেনা নূন্যতম ৩৫ টাকা

      ভোডাফোন গ্রাহকদের আর রিচার্জ করতে হবেনা নূন্যতম ৩৫ টাকা,বিস্তারিত পড়ুন... নিজস্ব প্রতিবেদন : TRAI এর নির্দেশ অনুসারে গতবছরই দেশের টেলিকম সংস্থাগুলি চালু করেছিল মাসে ৩৫ টাকার নূন্যতম রিচার্জ।        ফলে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কোটি কোটি গ্রাহককে।এবার থেকে সেই টাকার অঙ্কটা একধাক্কায় অনেকটাই কমছে।ভোডাফোন এবার চালু করল ২০ টাকার ন্যূনতম রিচার্জ৷এই রিচার্জ করলেই পরিষেবায় আর কোনও বিঘ্ন ঘটবে না গ্রাহকদের বলে ভোডাফোন কর্তৃপক্ষ জানিয়েছে।

মরীচিকার শারদীয়া সংখ্যা প্রকাশ(আমতা পাব্লিক লাইব্রেরির প্রেক্ষাগৃহে)

মরীচিকার শারদীয়া সংখ্যা প্রকাশ নিজস্ব প্রতিনিধি: উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের গুটিকয়েক প্রাক্তনীর হাত ধরে উলুবেড়িয়ার বুকে পথচলা শুরু করেছিল 'মরীচিকা' সাহিত্য গোষ্ঠী।সম্প্রতি প্রকাশিত হল 'মরীচিকা' সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যা।শারদীয়া সংখ্যার উন্মোচন উপলক্ষে আমতা পাব্লিক লাইব্রেরির প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক বরুণ বন্দ্যোপাধ্যায়,শিক্ষিকা-বাচিকশিল্পী জয়িতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।সাহিত্যগোষ্ঠীর সম্পাদিকা শিক্ষিকা মৌনিশা ঘোষ বন্দ্যোপাধ্যায় জানান,প্রতিবারের মতো এবারও পত্রিকা বিক্রির অর্থে দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াবেন তাঁরা।

কালীপুজোয় সামাজিক বার্তা আমতার সোনামুই গ্রামে

নিজস্ব প্রতিনিধি : সবে শেষ হয়েছে আলোর উৎসব দীপাবলি,সম্প্রীতির উৎসব ভ্রাতৃদ্বিতীয়া।এমনই এক শুভ লগ্নে অশুভশক্তির বিনাশীনি দেবী কালীর আরাধনা উপলক্ষ্যে মেতে উঠেছিল গ্রামীণ হাওড়ার সোনামুই গ্রাম।একটি গ্রামের মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো।তাদেরই মধ্যে অন্যতম সোনামুই খেয়ালী সংঘ।কেবলমাত্র উৎসবকে ধর্মীয় গন্ডীর মধ্যেই আবদ্ধ করে রাখেনি এই সংস্থা।মুমূর্ষু রোগীদের উদ্দেশ্যে রক্তদান শিবির,পানীয় জল ও প্লাস্টিক সম্পর্কে সচেতনতা শিবিরের মতো বিভিন্ন সমাজসচেতনমূলক কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে ধর্মের প্রধান লক্ষ্য শান্তি ও সেবার বার্তাকে জনমানসে তুলে ধরেছে আমতা-১ ব্লকের এই সংস্থা। 'দীপান্বিতা সম্মান' ও রক্তদানের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতা-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শান্তনু ঘোষাল,প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য,অরুণ খাঁ,গোপালচন্দ্র পারাল সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের একঝাঁক উজ্জ্বল ব্যক্তিত্ব।এর পাশাপাশি রয়েছে তিনদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।